নিজেই তৈরি করুন ইউটিউব Ads-blocker এক্সটেনশন (Create your own YouTube Ad-blocker extension)
এখনকার দিনে সবচেয়ে বিরক্তিকর হল Youtube Ads.
বর্তমানে আমরা প্রায় সবাই Youtube ব্যবহার করে থাকি । বর্তমান সময়ে ইউটিউব
ব্যবহার করেনা এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আমরা ইউটিউব ব্যবহার করে থাকে
বিভিন্ন কাজে সাহায্য পাওয়ার জন্য, আবার অনেকে ব্যবহার করে থাকে মুভি,
গান, ইত্যাদি দেখার জন্য।
কিন্তু ইউটিউব ব্যবহারের সময় আমরা বিভিন্ন রকম Ads দেখতে পাই,
যেমনঃ ধরুন আমরা একটা মুভি দেখছি , 1 ঘন্টা যাওয়ার পর মাঝে ৪-৫ সেকেন্ড
এর Video Ads চলে আসে। তখন মুভি দেখার মুড নষ্ট হয়ে যায়। এই Video Ads
কে 4-5 সেকেন্ড না যাওয়া পর্যন্ত, Ads টি বন্ধ হয় না বা বন্ধ করতে পারিনা ।
আজকে এই সমস্যার একটা সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ।
আপনি নিজেই বানাতে পারবেন আপনার YouTube Ad-blocker. এটা শুধু কাজ করবে
আপনি যখন কোন ভিডিও দেখবেন, সেই ভিডিওর মাঝে যে 4-5 সেকেন্ড এর Ads
আসে সেটা বন্ধ করতে পারবেন।
[ বিঃ দ্রঃ এটি শুধুমাত্র Youtube ভিডিওর মাঝে যে 4-5 সেকেন্ড এর Ads
আসেসেটা বন্ধ করার জন্য ]
চলুন শুরু করা যাক ..................................................
VS Code Editor ব্যবহার করছি ।
➢ এরপর Manifest.json ফাইলে নিচের কোডটি Paste করুন ।
{ "manifest_version":2, "name": "Youtube Ads Blocker By Towfiq", "description": "Youtube Ads Blocker By Towfiq", "version": "1.0", "content_scripts": [{ "js": ["script.js"], "run_at": "document_idle", "matches": [""] }], "permissions": [ "tabs", "activeTab" ] }
➢ এবং Script.js ফাইলে নিচের কোডটি Paste করুন । setInterval(function(){ var skipButton = document.getElementsByClassName("ytp-ad-skip-button"); if(skipButton != undefined && skipButton.length> 0){ console.log("Ads Detected...."); skipButton[0].click(); } },3000)
➢ এরপর Ctrl+s চেপে ফাইল 2 টি সেভ করুন ।
➢এরপর নিচের ছবিগুলো ফলো করুন এবং আপনার নিজের তৈরি extension টি
যোগ করুন ।
➦ এরপর ক্রোম ব্রাউজার টি ওপেন করুন ।
➦ তারপর ডানদিকে extension চিহ্নতে ক্লিক করুন।
➦ Manage extensions এ ক্লিক করুন।
➦ দেখুন আপনার extension টি ওপেন হয়ে গেছে ।
0 Comments